নিজস্ব প্রতিবেদক: ৩১ মে ২০১৯, শুক্রবারঃ ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়। গত ৩০ মে বৃহস্পতিবার বিকেলে নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় ভোলাহাট সদর ইউনিয়নের বাজেট। ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানি জর্জ এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যগণ ও এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ সচিব আহাসান হাবিব। বাজেটের গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য আতাউর রহমান, আলমগীর হোসেন, আহাসানুল কবির, হিরোসহ অন্যরা। বাজেট আলোচনায় ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ১৯ টি খাতে ৩ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা । ব্যয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ৩০ টি খাতে ৩ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০০ টাকা । উদ্বৃৃত্ত ৪২ হাজার ১০০ টাকা।
Leave a Reply