বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সোমবার বিকেলে রাজশাহীর রুয়েট মিলনায়তনে চতুর্থ শিল্পবিপ্লব ও ডিজিটাল নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুর এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সেমিনারে সদ্য প্রকাশ পাওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহŸায়ক মো. শহিদুল ইসলাম রানা, সদস্য সচিব মো. মাহবুব হাসান ঋতু, মো. শরিফুল ইসলাম সেলিম, মো. মেসবাউল হক জুয়েল, মো. মুখলেসুর রহমান, মো. মানিক, রমজান, শামিমসহ আরো অনেকে সেমিনারে অংশনেন।
সেমিনারে শ্রমিক লীগের নের্তৃবৃন্দের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডলও উপস্থিত ছিলেন। পরে নের্তৃবৃন্দসহ মইনুদ্দীন মন্ডল রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে কুশল বিনিময় করেন। [কপোত নবী, ২৩-০৭-১৯]
Leave a Reply