নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী জনপ্রিয় পরিবহন গ্রামীণ ট্রাভেলসের ভোলাহাট-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এই রুটে বাস চলাচলের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শাহজাহান। এ উপলক্ষে ভোলাহাট মেডিকেল মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিক অটোরাইস মিলের পরিচালক মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ ভোলাহাট উপজেলার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান জানান, প্রথম পর্যায়ে আমরা প্রতিদিন একটি বাস দিয়ে যাত্রা শুরু করলাম। অল্প কিছুদিনের মধ্যে ভোলাহাটবাসীর প্রাণের দাবি ভোলাহাট থেকে ঢাকা এসি বাস চালু করার চেষ্টা করবো।
উল্লেখ্য, এখন থেকে প্রতিদিন ভোলাহাট-ঢাকা রুটে গ্রামীণ ট্রাভেলস চলাচল করবে। প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
Leave a Reply