অনলাইন ডেস্ক:
গত দুইদিন ধরে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে কচুরিপানা। জলজ এই উদ্ভিদটি খাওয়া যাবে কি যাবে না এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন যুবককে কচুরিপানা খেতে দেখা যাচ্ছে। যা নিয়ে আবার নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, বিষয়টাকে অতিরঞ্জিত করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন, এটা অতিরঞ্জিতের কি আছে, খেয়ে তো পরীক্ষা করে দেখতে হবে।
একজন লিখেছেন, আমি তো গবেষণার পর কিছু বের হলে খাবো। আরেকজনের দাবি, অনেক দেশেই কিন্তু এটা রান্না করে ভোজ্য হিসেবে, পথ্য হিসেবেও খায়।
Leave a Reply