,
মোঃমশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট নীলফামারী জেলার উদ্যোগে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের গ্রামীন জনগোষ্ঠীর ভুক্তভোগী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কচুকাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে,ইউনিয়ন পরিষদ হলরুমে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রেড ক্রিসেন্ট নীলফামারী জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন,রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আই, এফ আরসি এর প্রতিনিধি ডাঃ আরিফা হাসানাত আলী,লাইভলী হুড কর্ডিনেটর কামরুল ইসলাম,ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম,যুব প্রধান শাকিল হাসান চৌধুরী ও লাইভলী হুড কর্মকর্তা আব্দুল কাদের হেলালী প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,নারী-পুরুষ সমান সুযোগ পাবে। বর্তমান সরকারের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট গ্রামীন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন খাতে বাংলাদেশের শুধু মাত্র কচুকাটা ইউনিয়নে কাজ করে যাবে। বক্তারা আরো বলেন,বিশ্বের চারটি দেশের মানুষ এ সুযোগ পাবে। তার মধ্যে বাংলাদেশের নীলফামারী সদর কচুকাটা ইউনিয়নের গ্রামীন জনগোষ্ঠীর ভুক্তভোগী নারীরা এ সুবিধা পাবে বলে বক্তারা জানান।
Leave a Reply