নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রাইস মিলস্ কর্মচারী কল্যাণ পরিষদের বছর পূর্তি ও সদস্য মৃত ব্যক্তিকে এককালীন চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার নূরানী মাদরাসায় বিকেল ৪টার দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাইস মিলস্ কল্যাণ পরিষদের সভাপতি মো. সারিউল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক (মতু)। বিশেষ অতিথি ছিলেন, আতাহার কল্যান পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান মন্ডল।
চাঁপাইনবাবগঞ্জ রাইস মিলস্ কর্মচারী কল্যাণ পরিষদের ১১৪ নং সদস্য ছিলেন বাবুপুর মিরাটুলি গ্রামের তাসকিনা ইয়াসমিনের পিতা গোলাম তারিক। পরিষদের নিয়ম কানুন মেনে নিয়মিত মাসিক সঞ্চয় জমা দিত সে। এরই মাঝে ২০১৯ সালের ২২ ডিসেম্বর গোলাম তারিক মৃত্যুবরণ করে। কল্যাণ পরিষদের নিয়ম মাফিক সঞ্চয়ের এককালীন ৫০ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়া হয়েছে নমিনি তাসকিনা ইয়াসমিনকে। সঞ্চয়ের পরিমান ৫৫ হাজার টাকা।
সনাক্তকারী মোসা. লাইলুন নাহারের নামে চেক ইস্যু হয়। প্রাপ্তি স্বীকার পত্রে মেসার্স এরফান অটো রাইস মিলের মো. আশরাফুল হক ও নমিনি মো. গোলাম আরিফ রয়েছেন। পরে পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. আবদুস সাত্তার বাদল, মো. ফারুক হোসাইন, মো. গোলাম মোস্তফা সেলিম, মো. আব্দুল কাদের. মো. আশরাফুল হক, মো. শামিম আক্তার, মো. ফারুক উজ্জামান, মো. বাশিরুল ইসলাম, মো. জিয়াউল হক জিয়া, মো. আরিফুজ্জামান, আব্দুল মমিন ও মো. আবদুর রাকিব। -কপোত নবী।
Leave a Reply