নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে ৯৪৪ বোতল ফেন্সিডিল পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় ৪
জনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৩
মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের
স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক লিয়াকত আলী মোল্লা আসামীদের উপস্থিতিতে
এই দন্ডাদেশ ঘোষণা করেন।
দন্ডিতরা, সদর উপজেলার চরমোহনপুর এলাাকার সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর
রহমান (৩৮), একই এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে মো.মান্নান(৫০),
তেররশিয়া গ্রামের রসুল মোহম্মদের ছেলে আজাহার হক সিপার(৩৫) ও জেলার
শিবগঞ্জ উপজেলার পাঁকা চৈমন্ডলের গ্রামের মুনসুর আলীর ছেলে মো. রশিদ(৩৭)।
মামলার নথি ও সরকারী আইনজীবী ফেরদৌস আলম ডলার জানান, ২০০৯ সালের
৮’অক্টোবর ভোররাতে সদর উপজেলার চরগ্রাম সাহেরের ঘাট এলাকায় র্যাব-৫
রাজশাহী’র অভিযানে ৯৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার হন দন্ডিতরা। এঘটনায়
ওইদিনই সদর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন ডিএডি সাহাব উদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন র্যাব-৫ উপ-পরিদর্শক মোকসেদুল রহমান
২০১০সালের ১২ জানুয়ারী আদালতে ৭ জনকে অভিযুক্ত করে চার্যশীট দাখিল করেন।
৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত ৪ জনকে দোষি সাব্যস্ত
করে সাজার আদেশ দেন। মামলার ১জন আসামী মামলা চলাকালে মৃত্যুবরণ করেন ও ২
জনকে আদালত বেকসুর খালাস দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন
আ্যাড.নজরুল ইসলাম।
[কপোত নবী, ২৮-০৭-১৯]
Leave a Reply