গত ২৬ জুলাই শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলবাগান বস্তিতে সফিকুল নামের ৫৫ বছরের এক বৃদ্ধ ৬ বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পলাতক থাকা ধর্ষক সফিকুলকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে সোমবার রাত ৮ টার দিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যাবার পর থেকেই পুলিশ ধর্ষক বৃদ্ধাকে আটক করতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসছিল।
এরই প্রেক্ষিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে তথ্য-প্রযুক্তির সহায়তায় কানসাট এলাকা থেকে রাত ৮টার দিকে ধর্ষককে আটক করা হয়। আমিসহ এসআই রাসেল ও সঙ্গীয় ফোর্স কৌশলে ধর্ষক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসি।
সফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি ইদ্রিস আলী।[কপোত নবী,৩০-০৭-১৯]
Leave a Reply