নিজস্ব প্রতিবেদক ঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার
১নং গোমস্তাপুর ইউনিয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর বিকেল ৩ টায় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। গোমস্তাপুর ইউনিয়ন আহবায়ক আব্দুল্লাহ আল রাইহান এর সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ, বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন , রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক এজদানী (জজ) এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আব্দুল্লাহ আল রায়হান।কে সভাপতি ও
মারজুক আহমেদ কে সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply