মোঃমশিয়ার রহমান,স্টাফ রিপোটার ঃ
ঐক্য, অধিকার ও কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটা আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি ) চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর করে দলটির সাংগঠনিক কার্যক্রম তৎপরতা অব্যহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ৯ই এপ্রিল শনিবার দুপুরে পৌর শহরের পেট্রোল পাম্পে দলটির অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টির জলঢাকা উপজেলা শাখার আহবায়ক খুটামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবিরাজ সামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ( এবি পার্টি ) আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান এ.এফ.এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এ সময় বক্তব্য রাখেন এবি পার্টির নীলফামারী জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার সানি আব্দুল হক, জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল গফুর, অর্থ সম্পাদক ডাক্তার মোজাম্মেল হক, বালাগ্রাম ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম, শৌলমারী ইউনিয়নের আহবায়ক নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা হাসিনা বেগম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা বাস্তবায়ন করা এবি পার্টির মুল লক্ষ উল্ল্যেখ করে সেনা সমর্থিত তথ্যাবধায়ক সরকারের সময়ে জনপ্রশাসনের সাবেক সচিব বর্তমান এবি পার্টির চেয়ারম্যান এ, এফ, এম সোলায়মান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলার মানুষকে ভোটাধিকার নিশ্চিত সহ সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা কল্পে কাজ করছে এবি পার্টি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
Leave a Reply