মোঃ আলমগীর কবির, ঢাকাঃ চাপাইনবাবগঞ্জের ভোলাহাটের সাদ্দাম নামের এক ব্যক্তি ঢাকায় সাতাঁর দিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোজ হয়েছেন।
জানা গেছে ভোলাহাটের বজরাটেক কাউন্সিল মোড়ের মুসা পুরির ছেলে সাদ্দাম (২৮)।সকালে সাদ্দাম বন্ধুরদের সাথে ক্রিকেট খেলতে নদীর ওপারে গেছিলেন,খেলা শেষে সাদ্দামসহ দুজন সাতার দিয়ে নদী পার হচ্ছিলেন বন্ধু সাদার দিয়ে এপার এসে সাদ্দামকে আর খুজে পাইনি।ডুবুরি দিয়ে সাদ্দামকে খোজাখোজি চলছে, এখনো মিলেনি সাদ্দামের খোজ।
সাদ্দাম ঢাকায়
পাকিজাতে চাকুরি করতেন।সাদ্দামের ৩বছরের ছেলে সন্তান রয়েছে।সাদ্দামের নিখোজের খবর পেয়ে গ্রামের বাড়ি ভোলাহাটে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট
বজরাটেক স্কুলপাড়া নিবাসী মোঃ মোশা আলী(মোশা পুড়ি)-এর ছেলে ঢাকায় সাভার বসবাসরত সাদ্দাম হোসেন আজ দুপুর ১২ টার৩০ সময়ে ।সাভার বনসাল বুড়িগঙ্গা নদীতে সাঁতার দেওয়ার সময়ে নিখোঁজ হয়ে ছিলো। তাঁকে আজ বিকাল ৫টা৩০মিনিট উদ্ধার করা হয়েছে।আল্লাহ তাকে জান্নাত বাসি করুক,, আমিন