নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : মুজিব বর্ষ উপলক্ষ্যে আজ ৮ মার্চ রোববার বিকেল ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জের ডা. আ,আ,ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল লীগ।
লীগের উদ্বোধন করবেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম(বার)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত লীগের ফাইনাল খেলা আগামী ২২ মার্চ সম্পন্ন হবে।
লিগে ২ টি গ্রুপে বিভক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, নাচোল উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ভোলাহাট উপজেলা, গোমস্তাপুর উপজেলা দল লড়াইয়ে অবতীর্ণ হবে।
লীগকে কেন্দ্র করে ফুটবলপ্রেমী দর্শক মাঠে টানতে ক্রীড়া সংস্থার উদ্যোগে সড়কে পাড়া মহল্লায় মাইকিং করা হচ্ছে। সকলকে মাঠে এসে খেলা দেখার আহবানও জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থা। -কপোত নবী।
Leave a Reply