বরেন্দ্র নিউজ ডেস্ক :গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম রমজান আলী (৬০)।
রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত রমজান আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত. সিরাজ ভূইয়ার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর জেলার উম্মে সালমা জানান,
শনিবার সকাল ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি রমজান আলী। এসময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। কয়েদি রমজান আলী উচ্চ রক্তচাপ ও অ্যাজমাজনিত রোগে ভুগছিলেন।
রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার (নং ০৪(০৭)১৯৯৭) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ তার কয়েদি নং-১৫২৯/এ।
যুগান্তর
Leave a Reply