লালবাগে পলিথিন কারখানায় আগুন – সংগৃহীত
রাজধানীর লালবাগে পোস্তারডাল এলাকার প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট বুধবার রাত ১২টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
বুধবার (১৪ আগস্ট) রাত ১০ টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
স্থানীয়রা জানান, প্রথমে আগুন দেখা যায় প্লাস্টিক কারখানায়। পরে ধীরে ধীরে ৮-১০ টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই কারখানাগুলোর মধ্যে জুতো এবং প্লাস্টিকের কারখানা রয়েছে বলেও জানান স্থানীয়রা।
Leave a Reply