মিয়ানমারে ভয়াবহ হামলা, ১৫ নিরাপত্তা সদস্য নিহত – ছবি : সংগৃহীত
মিয়ানমারের মান্দালয় অঞ্চল ও পাশের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে বৃহস্পতিবার এক সমন্বিত বিদ্রোহী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। হামলায় সাত সৈন্য, তিন পুলিশ নিহত হয়। উদ্ধার কর্মীরা এ তথ্যঅ জানিয়েছে। এছাড়া মিয়ানমারের বিভিন্ন স্থানে আরো কয়েকটি হামলায় আরো ৫ জন নিরাপত্তা বাহিনীর নিহত হয়।
সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানায়, দেশটির উত্তরাঞ্চলের সামরিক কলেজসহ সরকারের পাঁচ স্থাপনায় হামলা চালানো হয়।
সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন হামলার কথা স্বীকার করলেও ঠিক কতজন নিহত হয়েছে তা ইরাবতীকে জানাতে অস্বীকৃতি জানান।
স্থানীয় তিনটি বিদ্রোহী সংগঠনের জোট নর্দান অ্যালায়েন্সের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে। অভিজাত সামরিক কলেজ ডিফেন্স সার্ভিস টেকনোলজিক্যাল অ্যাকাডেমিতে হামলার ঘটনা গত কয়েক দশকে এই প্রথম।
সূত্র : ইরাবতী
Leave a Reply