অনলাইন ডেস্ক:প্রায় ৫০ বছর পর ভারতের গুজরাটে জংলি ‘ঢোল’ কুকুরের দেখা মিলেছে। এশিয়ান অঞ্চলের এ বিরল কুকুরগুলো স্বভাবে বাঘের মতো হিংস্র।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভানসদা ন্যাশনাল পার্কে আগে থেকে সেট করে রাখা ক্যামেরায় দুটি কুকুরের দেখা মেলে।
জার্মান শেফার্ডের থেকে ছোট এই জংলি কুকুরকে চিতাবাঘেরাও অনেক সময় ভয় পায়। এরা মূলত দলবদ্ধভাবে আক্রমণ করে বাঘকে।
ঢোল নিজেদের ওজনের দশ গুণ বেশি ওজনের প্রাণীকেও অনায়াসে ঘায়েল করে ফেলতে পারে। অতর্কিতে তার চোখে আঘাত করে। আর সেই আক্রমণে হতচকিত হয়ে যায় আক্রান্ত প্রাণীটি। এর পর নিজের বিশাল আকৃতি আর ওজন সত্ত্বেও সে আর প্রতিরোধ গড়ে তুলতে পারে না।
ঢোল সম্পর্কে এতটুকু তথ্য জীববিজ্ঞানীদের কাছে থাকলেও প্রাণীটিকে নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন ভানসদার একজন কর্মকর্তা। তিনি জানান, একটি কুকুর চোখে পড়ার পরই তাদের স্বভাব পর্যবেক্ষণের জন্য মূলত ক্যামেরা সেট করা হয়। তারপর আরেকটির দেখা মেলে। এরা কী খায়, কীভাবে জীবনযাপন করে আমরা সেসব জানার চেষ্টা করছি।
Leave a Reply