রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে প্রথম শ্রেণিতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) রাতে উপজেলার মহিশালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (২৮) ও আব্দুল মালেক (৪৫)।
জানা গেছে, ওই শিশু খেলাধুলা করার জন্য বাড়ির পাশে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আলমগীর হোসেন নামে এক যুবক জোর করে পরিত্যক্ত একটি বাড়ির ছাদে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী বিষয়টি তার মা-বাবাকে জানালে তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) খাইরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। আর মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
আমানুল্লাহ আমান
Leave a Reply