মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে সারাদেশের সাথে সামঞ্জস্যতা রেখে নওগাঁর সাপাহারে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উদযাপিত হয়েছে।
সাপাহার উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে বাজার কালিমন্দির থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভা যাত্রা সাহাপাড়া দূর্গা মন্দিরে গীতাপাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপাহার পূজা উদযাপন পরিষদের সভাপতি মন্মথ সাহা। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই। গীতাপাঠ প্রতিযোগীতা সঞ্চালনা করেন সাপাহার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল মন্ডল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি ভুট্টু পাহান সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সদস্য এবং সনাতন সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ।
Leave a Reply