মোঃ নাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :-চাঁপাইনবাবগঞ্জের নাচোল বিরল রোগে আক্রান্ত হয়ে পড়েছে উপজেলার গোডাউন পাড়ার মাসুদুজ্জামান মামুনের ছোট শিশু কন্যা তাসফিয়া জাহান মুনিরা । জন্ম থেকেই তার সারা শরীর লম্বা লম্বা পশমে আবৃত। এখন গোটা শরীরজুড়ে বিস্তার ঘটছে, এমনকি মুখের মধ্যেও।পিঠের ছোট্ট একটি টিউমার থেকে এটির উৎপত্তি বলে তাসফিয়ার মা তানজিলা খাতুন জানান।
বর্তমানে সাড়ে তিন বছেরের তাসফিয়ার সমস্ত শরির পশুর মত লোমে ভরে গেছে। এমনকি মুখের তালুতে কালসিটে দাগও ছড়িয়ে পড়েছে। শিশুটির মা তানজিলা খাতুন জনান, গরমের দিনে শিশুর শরির থেকে আগুনের মত তাপ বের হতে থাকে। দিনে ২/৩বার গোছল করাতে হয়। ভিজে কাপড় পরিয়ে দিনরাত ফ্যানের নীচে রাখতে হয়। বিদ্যুৎ না থাকলে পাখার বাতাশ করতে হয়রান হয়ে যায়। ৬দিনের শিশুকন্যা তাফিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসিয়ে তাঁরা এটিকে বিরল চর্ম রোগ বলে সনাক্ত করেছেন।
শিশুটির অন্তত ৩/৪ বছর বয়স হলে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়াছেন ডাক্তারগণ। দিনমজুর পিতা-মাতা শিশু তাসফিয়ার উন্নত চিকিৎসা করানোর সামর্থ নেয়। তাই বর্তমানে হোমিও চিকিৎসা চলছে তাসফিয়া জাহান মুনিরার।
ডাক্তাররা তাসফিয়া জাহান মুনিরার চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে রাজমিস্ত্রী বাবার সামর্থ্য নেই তাকে উপযুক্ত চিকিৎসা করানোর জন্য। তাইতো এই ছোট্ট মেয়েটার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানিয়েছেন শিশুটির বাবা। সমাজের বিত্তবানদের প্রতি শিশুটির পিতা সাহায্যের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply