কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১৭ বোতল বিদেশী মদসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। মঙ্গলবার দুপুর সোয়া ৩ টার দিকে র্যাবের পাঠানো প্রেস নোট থেকে জানা যায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নের্তৃত্বে ২৭ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সদর থানার বাঁঠাপাড়া কবরস্থানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশি মদসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দশরশিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে রবিউল আওয়াল (২২)। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দীর্ঘদিন যাবৎ বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
Leave a Reply