কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকায় ২টি প্রতিষ্ঠানে বাজার তদারকিমূলক অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম।
জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গুড় তৈরির ২টি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় চিনি ও অন্যান্য কেমিকেলের মিশ্রণ, এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অপরাধে মো. শামীম হোসেন ও আব্দুস সালামের ফ্যাক্টরি ২টিকে ৮০ হাজার ও ১০ হাজার যথাক্রমে ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়।
অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. কোবাদ আলী, দ্য চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাসট্রিজ এর পরিচালক মো. শহিদুল ইসলামসহ নিরাপত্তা বিধানে শিবগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম। তিনি আরো জানান, ভোক্তাদের সাথে অসাধু ব্যবসায়ীরা প্রতারণা করলে তাদের আইনের মাধ্যমে বিচার করা হবে।
Leave a Reply