কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে সাব রেজিস্ট্রার অফিসের একজন নকল নবিস ও একজন দলিল লেখককে ভলিউম টেম্পারিং এর অভিযোগে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আটককৃতরা পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার শাহজাহান প্রামানিকের ছেলে মো. শাহরিয়ার আহমেদ শিমুল (২৭) ও কালী নগর ছাবানিয়া গ্রামের মৃত বাসারত আলীর ছেলে মো. আব্দুর রব (২৯)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলা সাব রেজিস্ট্রার অফিসে ভলিউম টেম্পারিং করা হচ্ছে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনসহ পুলিশের যৌথ টিম সাব রেজিস্ট্রার অফিসে
অভিযান চালিয়ে ২ জন কে আটক করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়।
আটককৃতদের পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন শিমুলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড ও রবকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান
করেন।
আটককৃত শিমুলের কাছে থেকে একটি অনলাইন নিউজ পোর্টালের মেয়াদ উত্তীর্ণ পরিচয় পত্রও জব্দ করে পুলিশ।
Leave a Reply