কপোত নবী : সোমবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে ২০৫ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি একই উপজেলার রসুলপুর ঘনটোলা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. হাসান আলী ওরফে বাবু (৩৪)।
পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইসরাইল মোড় এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। খবর পাবার পর এসপি টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে বাবুকে ২০৫ বোতল ফেনিসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply