কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর চামা এলাকার মোহাম্মদ আব্দুল হাকিমের ছেলে মো. দুরুল হোদা (৩০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় মঙ্গলবার ভোর ৪ টার দিকে উত্তর উজিরপুর চামা এলাকা থেকে আসামী দুরুলের বাড়িতে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম।
Leave a Reply