বরেন্দ্র নিউজ ডেস্ক :
সেঞ্চুরিয়ানে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ এ লিড নিয়েছে পাকিস্তান।
বুধবার (১৪ এপ্রিল) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে অধিনায়ক বাবর আজমের অতিদানবীয় ইনিংসে ২ ওভার হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ১০ দশমিক ৪ ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ১০৮ রান। যা পরবর্তীতে প্রোটিয়াদের বড় স্কোর গড়তে ভূমিকা রাখে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে এইডেন মাক্রাম ৩১ বলে ৪টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে খেলেন সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। এছাড়া জেনেমান মালান ৪০ বলে ৫৫, ভ্যান ডার ডুসেন ২০ বলে ৩৪* ও জর্জ লিনডে খেলেন ১১ বলে ২২ রানের ইনিংস।
পাকিস্তানের পক্ষে মোহাম্মাদ নওয়াজ ২টি এবং শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ১৭ দশমিক ৪ ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয় ১৯৭ রান। ৫৯ বলে ১২২ রানের অতিদানবীয় এক ইনিংস উপহার দেন বাবর আজম। তার ইনিংসটি ছিল ৪টি ছক্কা ও ১৫টি চারে সাজানো। এছাড়া উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান ৪৭ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৭৩ রানের ইনিংস খেলেন।
Leave a Reply