নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নৌকা প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী মাঠে সকলকে একসাথে নিয়ে, সকল ভেদাভেদ ভুলে একযোগে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং নবম-দশম জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নজরুল ইসলামকে বিজয়ী করতে সোমবার বিকেলে রাণীহাটি ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল ওদুদ।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন, শহর, গ্রাম-গঞ্জের উন্নয়ন দেখতে চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নজরুল ইসলামকে বিজয়ী করতে হবে। সে লক্ষে আমি আহ্বান জানাব, সকল বঙ্গবন্ধুর সৈনিক আপনারা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নৌকা প্রতীকে একটি করে ভোট দেবার জন্য বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন আব্দুল ওদুদ।
রানিহাটি ইউনিয়ন আ.লীগের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য আবুল বাসার, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ভিখারুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. মোসাদ্দিক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোস্তানুল হক, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক চেয়ারম্যান দুরুল হোদা, আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. নুরুলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply