সারোয়ার হোসেন, তানোরঃ মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত এক সপ্তাহের লক ডাউনকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন খাদ্য সামগ্রী উপহার তুলে দেয়া হয়েছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা বাজারের ব্যবসায়ীদের হাতে।
আজ(৩জুলাই) শনিবার সকালে মুন্ডুমালা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান। উপজেলা (ভূমি) কর্মকর্তা স্বীকৃতি রানী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ব্যবসায়ীদের মাঝে ১০কেজি চাল ২কেজি আটা, তেল ১লিটার,ডাল ১কেজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে তাদের সরকার ঘোষিত লক ডাউনে বাড়ির বাহির না হতে ও দোকান পাট বন্ধ রাখতে কঠোর নির্দেশ দেয়া হয়।
সারোয়ার হোসেন
০৩জুলাই/২০২১ইং
Leave a Reply