ফিরোজ আলম ( রাজশাহী)
মোহনপুর প্রতিনিধি ::
রাজশাহীর তানোর থানা পুলিশ বৃহস্পতিবার (১৫ জুলাই) মাদক বিরোধী অভিযান চালিয়ে অমৃতপুর (বকরিডাঙ্গা) গ্রামের করপুল হাজদাকে ৮০ লিটার চোলাই মদসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করেন।
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। সিনিয়র সহকারি পুলিশ সুপার, (গোদাগাড়ী সার্কেল)আসাদুজ্জামান দিকনির্দেশনায়এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী এর নেতৃত্বে এসআই নিঃ/ হাফিজুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী ১/ করপুল হাজদা (৩৪), পিতা- মৃত রঘু হাজদা, স্বামী- সুনিল মার্ডি, সাং- অমৃতপুর (বকরিডাঙ্গা) ,থানা- তানোর, জেলা –রাজশাহীকে ৮০ (আশি) লিটার মাদকদ্রব্য চোলাইমদ সহ গ্রেফতার পূর্বক মামলা রুজুক করতঃ এবং এসআই নিঃ/ সেকেন্দার আলী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী ২/ রনি (২৭), পিতা- মজিবুর রহমান, সাং- ধানোরা (উত্তরপাড়া) ৩/ জাহিদ হাসান (২০), পিতা- মৃত আশরাফুল আলম ,সাং- চক সাজুরিয়া (কাজিপাড়া) ৪/ আহসান হাবিব (১৯), পিতা- সাইদুল মন্ডল ,সাং ধানোরা (উত্তরপাড়া) , সর্ব-থানা- তানোর, জেলা –রাজশাহীদের নিয়োমিত মামলায় গ্রেফতার করেন।
এ ঘটনার বিষয়ে মোবাইল ফোনে সময় রাত্রী ০৭.৪০ ঘটিকায় যোগাযোগ করা হলে সিনিয়র সহকারি পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) রাজশাহী আসাদুজ্জামান এ প্রতিবেদককে তিনি জানান,দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে তারই ধারাবাহিকতায় রাজশাহীর তানোর থানায় এই অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ কে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ রমরমা ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল ’করপুল হাজদা’ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে থাকা চোলাই মদসহ আটক করতে সক্ষম হয়, তানোর থানা পুলিশের একটি চৌকস দল।মাদক কে জিরো টলারেন্স আনতে পুলিশ বিভাগ অটল। এবং আগামীতে মাদক নির্মূল অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে। তানোর থানার সচেতন নাগরিক কে অপরাধ রোধে (ওসি) কে সহযোগীতা করার জন্য সঠিক তথ্য দিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।এবং তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব জানান, থানা পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল ’করপুল হাজদা’ তাকে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়, তানোর থানা পুলিশের একটি চৌকস দল। মাদক নির্মূলে দিন রাত অবিরাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সকল আসামীগণ কে বিধি মোতাবেক পুলিশ স্কটের মধ্য দিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা।
Leave a Reply