অনলাইন ডেস্ক:
মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে সোমবার গভীর রাত থেকে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। লিভারের সমস্যা নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি।
বিগ বি’র লিভারের সমস্যা দুই দশকের পুরোনো। গুরুত্বপূর্ণ অঙ্গটির মাত্র ২৫ শতাংশ কাজ করছে তার।
সংবাদ প্রতিদিন জানায়, সোমবার মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন অমিতাভ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে না রাখলেও তাকে খুব সাবধানে রাখা হয়েছে। পরিবারের লোক ছাড়া কেবিনে আর কারো প্রবেশাধিকার নেই। স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক নিয়ম করে তাকে দেখে যাচ্ছেন।
অভিনেতার অসুস্থতার খবর সেভাবে প্রকাশ্যে না আসায় বলিউডের কাউকেই দেখা যায়নি।
২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা নিতে হয় এই কিংবদন্তি অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছিল। ‘কুলি’র সেটে গুরুতর দুর্ঘটনার শিকার হন। ওই সময় একাধিক অস্ত্রোপচারও হয় তার শরীরে। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয়। রক্তদাতার কাছ থেকে তার শরীরে হেপাটাইটিস বি’র ভাইরাস অজান্তে প্রবেশ করে। তাই তারপর থেকে তাকে সব সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয়। নিয়মিত পর্যবেক্ষণের কারণেও থাকতে হয় হাসপাতালে।
এদিকে বৃহস্পতিবারই ছিল ধর্মীয় উৎসব কারওয়া চৌথ। হাসপাতালে থাকলেও স্ত্রীর কথা বারবার মনে পড়ছে বলেই টুইট করেন অমিতাভ। নিজেদের পুরোনো ছবি শেয়ার করে লেখেন, “জয়াই পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী।” হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর কল্যাণ কামনা করে এদিন উপবাস করেন জয়া।
Leave a Reply