ফিরোজ আলম-নিজস্ব প্রতিবেদক::
রাজশাহীর মোহনপুর থানা পুলিশের আয়োজনে: মোহনপুর থানা চত্তরে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণভাবে উদযাপন ও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাস।
উপস্তিত ছিলেন,
(ওসি তদন্ত) তৌহিদুর রহমান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক আর কে রতন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ২১ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুর্গাপূজা উদযাপনের পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আলোচনা সভায় প্রতিটি পূজা মন্দির-মন্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে ও বাধ্যতামূলক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে বলে জানানো হয়। এবং প্রতিটি পূজা মন্দির-মন্ডপে সেচ্ছাসেবক দল পলাক্রমে নিরাপত্তায় নিয়োজিত থাকতে হবে। এ বছর ২১ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূর্জা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply