নিজস্ব প্রতিবেদক : গ্রামাঞ্চলে ক্রিকেটের আনন্দটাই ফিকে হতে বসেছিল। স্থানীয় ভাবে জমজমাট ম্যাচের দেখা এখন মেলে খুব কমই। এমন এক সময়ে দারুণ রোমাঞ্চকর এক মিনি নাইট (শর্ট বাউন্ডারি) ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেয় বারইপাড়া মহানন্দা স্পোর্টিং ক্লাব । আয়োজনে ছিলনা কোন ঘাটতি। সন্ধা ৬টা থেকেই দর্শক মাঠের চারদিকে কানায় পরিপূর্ণ হয়ে যায়। পাওয়ারফুল সব বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত ছিল পুরো খেলার মাঠ।
৭ জানুয়ারী (শুক্রবার) মুশরিভূজা বারইপাড়া মহানন্দা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পীরগাছিবাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ ইউসুফ আলী । ফাইনাল খেলাটির উদ্বোধন দেখে দর্শকরা উচ্ছাস প্রকাশ করে।
ফাইনাল খেলার অনুষ্ঠানে পীরগাছি দাখিল মাদারসার মাঠে রহনপুর ইউসুফ আলী কলেজের অধ্যক্ষ মোঃ মুনিরুল ইসলাম ডলারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক ভোলাহাট শাখার ম্যানেজার( প্রিন্সিপাল অফিসার) নেসার উদ্দিন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসান আলী,নব-নিবাচিত মেম্বার এজাবুল হক, নব-নিবাচিত মহিলা মেম্বার ফারজানা আক্তার ছবি প্রমূখ ।
খেলাটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লেটেস্ট ডিজিটালের ফাউন্ডার এন্ড সিও মোঃ মাসুদ রানা, ক্রিয়া পরিচালক বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষক মোঃ উজাল জামাল।
টুর্নামেন্টের ফাইনাল খেলায়,মহানন্দা স্পোর্টিং ক্লাব বনাম রহনপুর স্টেশনপাড়া ক্রিকেট দল অংশগ্রহণ করেন। ১০ ওভারের খেলায় রহনপুর স্টেশন পাড়া ক্রিকেট দল বারইপাড়া মহানন্দা ক্রিকেট দলকে ১ ওভার হাতে রেখেই পরাজিত করে জয় লাভ করেন।
খেলা শেষে মহানন্দা স্পোর্টিং ক্লাবের মিনি মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে বিজয়ী দলকে ট্রফিসহ ৭ হাজার টাকা ও রানারআপ দলকে ট্রফিসহ ৪ হাজার টাকা প্রদান করা হয় ।
Leave a Reply