দেশবাসীকে সাকিব আল হাসানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গণমাধ্যমের দ্বারা আন্তর্জাতিক অঙ্গনে যেন সাকিবের নামে কোনো দুর্নাম না ছড়ায় সে বিষয়েও সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা লেখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সেরা সম্পদগুলোর একজন সাকিব। তার অবদান এ দেশের ক্রিকেটে অনন্য, পরিসংখ্যানই যা প্রমাণ করে। আইসিসির নিয়ম অনুযায়ী বিসিবি ব্যবস্থা নেবে, তবে নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত তার পাশে থাকা।
Leave a Reply