নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ মঙ্গলবারের ফাইনাল খেলায় কাজীপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জাবড়ী ফুটবল দল। টাইবেকারে ৩-১ গোলে জাবড়ী ফুটবল দল জয়লাভ করে। টুর্ণামেন্টে মোট ৩৬ টি দল অংশগ্রহণ করেছিল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগ গোবরাতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আরাফুল ইসলাম আজিজি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুল মতিন (মঞ্জু মিয়া), গোবরাতলা ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহসিন রেজা বাবু, ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতাউল ইসলাম আজিজি। গোবরাতলা প্রগতি সংঘর আয়োজনে টুর্ণামেন্টটি সম্পন্ন হয়।
Leave a Reply