মহি মিজান, বিশেষ প্রতিনিধিঃ
ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশী নারীর মৃত্যু হয়েছে। এসময় এক বাংলাদেশীসহ আহত হয়েছেন দুইজন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।
নিহত বাংলাদেশী নারীর নাম শামিমাতুল আরশ (৬০)। তিনি চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারকানসাট,তার স্বামীর নাম মোঃ মোশাররফ হোসেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হোটেলটির এক কর্মী জানান, শনিবার ভোরে প্রথমে রিসিপশনে (অভ্যর্থনা কক্ষ) আগুন লাগে। পরে গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত এই আগুন ছড়িয়ে যায় আশেপাশের অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুনে ১০ থেকে ১২টি কক্ষে পুড়ে গেছে। ওই ঘরগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক ছিলেন। সেখান থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।
তিনি বলেন, শামীমাতুল আরশ নামের ওই বাংলাদেশী নারীকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছন হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a Reply