নিজস্ব প্রতিবেদক, কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের অভিভাবক প্রতিষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নানা জটিলতায় দীর্ঘদিন থেকে আটকে রয়েছে। এতে করে জেলার ক্রীড়াঙ্গনে নীতিবাচক প্রভাব। নির্বাচনের দাবি করেছে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। রবিবার সকালে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা
অনিয়ম ও দূর্নীতির কথা তুলে ধরে বক্তব্য দেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আব্দুল হান্নান, ক্রীড়া সংগঠক মোঃ জাভেদ আকতার, আব্দুল হান্নান রজু, মোঃ তরিকুল ইসলাম, রাজু আহম্মেদ, খেলোয়াড় আব্দুর রব মিঠু প্রমুখ। পরে, মানববন্ধন শেষে মিছিলটি বের হয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এবং সহ-সভাপতি ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
Leave a Reply