চারঘাট প্রতিনিধিঃ চারঘাটে আঁচা পোকার আক্রমনে অতিষ্ট এলাকাবাসী ও কৃষকরা চারঘাট উপজেলার বিভিন্ন মাঠে পাট ক্ষেতে আঁচা পোকার ব্যাপক আক্রমন , মাঠে পাটের পাতা খেয়ে একেবারে ঝাঁটা করে দিয়েছে এতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা আঁচা পোকার আক্রমন শুরু হয় আষাঢ় মাসের মাঝামাঝি থেকে পাট ক্ষেতে বর্তমানে পাটের পাতা খাওয়া শেষ করে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ফল মূলের পাতা খেয়ে নাশ করে ফেলেছ এমন কি মানুষের বাড়ির ঘরে ঢুকে রাতের ঘুমও হারাম করে দিয়েছে অনেকেরই এদিকে ক্ষেতের পাট কাটতে গিয়ে দিন মজুররা আঁচা পোকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে উপজেলার চন্দনশহরগ্রামের দিনমজুর কালাম বলেন পাট কাটতে গিয়ে আঁচা পোকার অত্যাচারে কাজের চরম ব্যাঘাত ঘটেছ শুধু তাই নয় আঁচা পোকা শরীরে পড়লে এক প্রকার ঘা হয়ে যাচ্ছে যার কারণে দিন মজুররাও পাট কাটা কাজ করতে ভয় পাচ্ছে চলিত বছর বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় এই পোকার আক্রমন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে বলে ধারনা করেছন কৃষকরা একে তো বর্ষা মৌসুমে বৃষ্টি নাই পাট জাগ দিতে পানি পাচ্ছেনা কৃষকরা তারপর পাট কাটতে দিনমুজুরদের কারনে হিম শিম খাচ্ছে কৃষকরা এ ব্যাপারে জানেত চাইলে চারঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ লুৎফুন নাহার বলেন উপজেলার মাঠ জুড়েই আঁচা পোকার ব্যাপক আক্রমন দেখা দিয়েছে জানি , কিন্তু প্রাকৃতিক ভাবেই এই পোকার আক্রমন তাই একে দমন করেত হলে বিষ প্রয়োগ করতে হবে , তিনি বলেন অনাবৃষ্টির কারনে এই পোকা দেখা দিয়েছ ,বৃষ্টি হলেই এগুলো শেষ হয়ে যাবে বলে তিনি জানান।
Leave a Reply