মোঃরায়হান আলী , (শিবগঞ্জ প্রতিনিধি): প্রত্যেকটা মানুষই একটা স্বপ্ন নিয়ে বড় হতে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের মোঃ বাবুল ইসলামের ছেলে আতাউর রহমান সাকিল তেমনি একটা স্বপ্ন নিয়ে তার স্বপ্ন পুরন করার লক্ষে পরিশ্রম করছে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এই ছেলেটি প্রতিদিন স্কুলের ক্লাস শেষ করে প্রায় ১ মাস থেকে থেকে প্রায় প্রত্যেক দিন বিকাল ৪ টার পর শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বড়দের মাঝে ফুটবল খেলছে। কখনো ছোটদের মাঝে সেরা খেলোয়ার, কখনো বড়দের মাঝে সরাসরি মাঠে খেলছে আত্যবিশ্বাসি হয়ে উঠার জন্য। তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রমের সাথে সাথে নিজের অনেক ইচ্ছাকে চাপা দিয়ে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে খেলার প্রয়োজনীয় বুট,জুতা, জার্সি, এংগেল্ট সহ অনেক কিছু ক্রয় করেছে। হয়তো তার এই স্বপ্ন পুরণ হলে শ্যামপুর একটা ফুটবলার পেয়ে যাবে, হয়তো এই দেশও তাকে ফুটবলার হিসেবে পেয়ে যেতে পারে। সর্বোপরি তার জন্য দোয়া ও শুভ কামনা রইল এগিয়ে যাক তার স্বপ্নের পথে। বেড়ে উঠুক তার তার স্বপ্ন পুরণের পথে। ছেলেটি এবং ছেলেটির মতো অন্য সব ছেলেরা সবার সহানুভুতি, ভালবাসা ও উৎসাহ পেলে অনেক দূর যেতে পারবে।
Leave a Reply