রতন মালাকারসাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ আ’লীগ যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে সাপাহার উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে জিরোপয়েন্টস্থ মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নইমুদ্দিন। দিবসটির তাৎপর্যের উপর গুরুত্ব রেখে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের জেলা শাখা সভাপতি এডভোকেট খোদাদাদ খান পিটু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা শাখা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ।
Leave a Reply