মোঃ রবিউল ইসলাম মিনাল….
স্টাফ রিপোর্টার:….
রাজশাহীর গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার পলাতক আসামি সুজন আলী (২৩) কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি গোদাগাড়ী থানার মোল্লাপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে।
রবিবার ৩০ অক্টোবর সন্ধা ৬টার দিকে গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল ২৯ অক্টোবর গোদাগাড়ী মডেল থানায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়। মামলা নম্বর ৫৫। শুক্রবার রাতে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গতকাল শনিবার গোদাগাড়ী মডেল থানায় সুজন আলীসহ দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়। সুজন মামলা ২ নং পলাতক আসামি ছিলো। এছাড়া সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্রসহ মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সুজন আলীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply