চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের মাঠে বুধবার সকাল ১০টায় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সদর কোম্পানী কমান্ডার সিনিঃএএসপি সন্জয় কুমার সরকার এর উপস্থিতিতে ৫০০ জন দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
কম্বল পাওয়া দুঃস্থ মানুষরা বলেন,শীতকালে এ কম্বলে একটু আরামে ঘুমাতে পারবো ও গায়ে জড়িয়ে বাইরে যেতে পারবো। এসময় তারা র্যাব কর্মকর্তাদের জন্য দোয়া করেন।
Leave a Reply