নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শাহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাদেকুল আলম । সভাপতি পদে মো. শাহাবুল ইসলাম ভোট পেয়েছেন ৩৬৩ ভোট ,তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফজলে রাব্বি পেয়েছেন ৩৫৯ ভোট, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মো. সাদেকুল আলম ভোট পেয়েছেন ২৮৬ ভোট, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. মাহবুবুর রহমান পেয়েছেন ১৬৫ ভোট। ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন মো. নাইমুল হক তিনি ভোট পেয়েছেন ৩৪৩ ভোট, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. সাদেকুল ইসলা পেয়েছেন ২৩৫ ভোট।পুরুষ সদস্য পদে বিজয়ী হয়েছেন, গোলাম জাকারিয়া, মো. খাইরুল ইসলাম, মো. আব্দুল করিম, মো. সুমন রেজা। মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোসা. মৌসুমী খাতুন, মোসা. তানিয়া খাতুন, মোসা. দিলুয়ারা বেগম ও মোসা. সুলতানা পারভিন। পলশা- মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. জুয়েল উদিন ও সদস্য রিয়াদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply