নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হয়েছেন কে এম আজম খশরু। এছাড়া কার্যকরী সভাপতি হিসেবে মোল্লা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর শুক্রবার রাজধানী ঢাকার দলীয় কার্যালয়ে সন্ধ্যায়, সাধারণ সম্পাদক কে এম আজম খশরু ও কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদের নিকট শুভেচ্ছা বিনিময় ও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রানা ও সদস্য সচিব মাহাবুব হাসান ঋতু।
Leave a Reply