“
বিনোদন,
বরেন্দ্র নিউজঃ
আসছে ‘বরিলাইল্লা রোজাদার’। যার নির্মাণ কারিগর পরিচালক মিঠুন রাজ।
এবার রোজায় দর্শকদের জন্য মিঠুন রাজ নিয়ে আসছেন ‘বিরিলাইল্লা রোজাদার’।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ঈদকে সামনে রেখে সবাই প্রেম, অ্যাকশন থ্রিলার এবং সিরিয়াস গল্পের নাটক বানায়। কিন্তু রোজা নিয়ে তেমন কিছু কেউ তৈরি করে না। বরিশাইল্লা ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা পালন করে, কীভাবে সেহরি করে, কীভাবে রমজানের ঈদ পালন করে এসব নিয়ে আমি নতুন কিছু নির্মাণ করলাম। তাই এবারের রমজানে ‘বরিশাইল্লা রোজাদার’ নাটকটি করার পরিকল্পনা করি।
আলিম, সুজন, টিটু, হাসান, সফিকুল, রাজ- এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে একেবারে হাজি হয়ে যায়, কে কী করে- এসব বিষয়ই উঠে আসবে এই নাটকে।
“বরিশাইল্লা রোজাদার” নাটকে ক্যামেরার দায়িত্বে ছিলেন বুলবুল ও ইমরান।
নাটকটি Media Raj নামক ইউটিউব চয়ানেলে আগামী ১৪ এপ্রিল ২২ রোজায় দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চ্যানেল লিংকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন –
https://www.youtube.com/@mediaraj
Leave a Reply