কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের খুশি, ভাগাভাগি কর্মসূচির আওতায় ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রবি বোস, বীর মুক্তিযোদ্ধা অসিম কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কবি সোলায়মান বাবুল, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, সরোয়ার হোসেন সঞ্জু, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাদশাহ সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, ফিরোজ আলম মনু, জুয়েল রানা, স্থানীয় সুধী সুভাষ সরকার, বিমল সরকার প্রমূখ।
এ সময় প্রতি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়।
Leave a Reply