নিজস্ব প্রতিবেদক: ভোলাহাট উপজেলার বজরাটেক আলীসাহাসপুর গ্রামের প্রতিবন্ধী অসুস্থ মোঃ আব্দুর রহিমের বাড়িতে সেলাই মেশিন নিয়ে উপস্থিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। সম্প্রতিকালে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক,স্থানীয় ও অনলাইন পত্রিকায় অসুস্থ প্রতিবন্ধী মোঃ আব্দুর রহিমের সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ প্রতিবন্ধী মোঃ আব্দুর রহিমের বাড়ীতে সিংগারের একটি সেলাই মেশিন নিয়ে যান। এ সময় আব্দুর রহিমের অসুস্থতা ও সংসার চালানোর বিভিন্ন খোঁজ খবর নেন ইউএনও। মোঃ আব্দুর রহিমকে সেলাই মেশিনে কাজ করে সংসারের কিছু হলেও সহযোগিতা করবে বলে জানান তিনি। উল্লেখ্য মোঃ আব্দুর রহিম প্রতিবন্ধী হয়েও সেলাই মেশিন চালিয়ে সংসার চালাতেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছেন।
Leave a Reply