শশুর বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বাবা-ছেলে নিখোঁজ রয়েছে। ২০ ঘন্টা পর যমুনা নদী থেকে বাবার লাশ উদ্ধার করা গেলেও ছেলে এখনো নিখোঁজ । গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বর রিপন তালুকদার (৪২) ও তার ছেলে মোঃ আশিক বাবু (১৩) নিজ বাড়ী থেকে নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্ৰি দোরতা গ্ৰামে যাওয়ার পথে পিতা-পুত্র নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।
সোমবার ১ মে বিকাল পাঁচটার দিকে দুর্গম অঞ্চলের বারজান এলাকায় যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক মেম্বর রিপন তালুকদারের লাশ উদ্ধার করা হয়েছে। তার পুত্র আশিক বাবু এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ও নিহত ব্যক্তি হলেন চরগিরিশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও সিন্দুর আটা গ্ৰামের মোঃ শহীদ তালুকদারের পুত্র মোঃ রিপন তালুকদার ও রিপন তালুকদারের পুত্র মোঃ আশিক বাবু। চরগিরিশ ইউনিয়নের মেম্বর আনোয়ার হোসেন, রিপন তালুকদারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আশিক বাবু কে এখনও পাওয়া যায়নি।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান
কাজিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply