সোহেল রানা বাবু,,
বাগেরহাট প্রতিনিধি :
“ভয় নয় থ্যালাসেমিয়া জয় মূলমন্ত্র সচেতনতায়”
প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটেও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৮ মে সকালে বাগেরহাট ২৫০ সজ্জ্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বি এম এ বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন মুক্ত। আলোচনা সভায় উপস্হিত থেকে অন্যান্যের মধ্যে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাগন থ্যালাসেমিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময়ে বাগেরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আগত থ্যালাসেমিয়া রোগী ও তাদের স্বজনেরা উপস্হিত ছিলেন। এসময়ে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়াকে জয় করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply