আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় মহাদেবপুর খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন। এ সময় স্বাগতবক্তব্য রাখেন মহাদেবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা খাদ্য নিয়ন্দ্রক মো. মোহাজের হাসান, খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, চালকল মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর জব্বার, সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার মো. মিজানুর রহমান প্রমুখ। মহাদেবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১শ’ মেট্রিক টন ও কফিল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১শ’ মেট্রিক টন চাল ক্রয়ের মাধ্যমে সংগ্রহ অভিযান শুরু করা হয়। এ উপজেলায় ২হাজার ৩শ’ ৮২ মেট্রিক টন ধান, ২৬ হাজার ৮শ’ ৩৮ মেট্রিক টন চাল ও ১শ’ ৭ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত গম সংগ্রহ ও আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।
Leave a Reply