মোঃ তোফাজ্জল হোসেন বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিএমডিএ এর সরকারি গাছ রাতের আঁধারে কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাহাতাব আলী সরকার বুলেট নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরেন্দ্র উপজেলা সহকারী প্রকৌশলী বরাবরে অভিযোগ দায়ের করেছেন। গত এক সপ্তাহ পূর্বে উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাহাতাবপুর এলাকায় এলাকার মিঠা পুকুর পাড় নামক স্থানে রাতে এই গাছ কাটার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর বাড়ির পাশে পুকুর পাড়ে বিভিন্ন প্রজাতির কাঠের গাছ লাগানো হয়। বরেন্দ্র আওতাভূক্ত ৬৫ নং গভীর ডিপটিওয়েলটির পরিচালক মাবুদ ইসলামের সহযোগিতায় লাগানো গাছগুলির মধ্যে ২০-২৫টি গাছ একটি সংঘবদ্ধ চক্র এক সপ্তাহ পূর্বে রাতের অন্ধকারে চুরি করে কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। বর্তমানে কেটে নেওয়া গাছগুলির শিকড় ও গাছের গোড়া গুলি সেখানে চিহ্নিত অবস্থায় রয়েছে। এমতাবস্থায় এভাবে রাতের অন্ধকারে যদি সমস্ত গাছগুলি কেটে নিয়ে যায় তাহলে সরকার তার লভ্যাংশ পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। গাছগুলি রক্ষা ও সংঘবদ্ধ চক্রটিকে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে আইনানুক ভাবে ব্যবস্থা গ্রহণ আকুল আবেদন জানান। ডিপটিওয়েলটির সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, এভাবে কেউ রাতের আঁধারে সরকারি গাছ কর্তন করবে এটা কখনো ভাবতে পারিনি। গাছ যেই কাটুক এটা চরম অন্যায় করেছে। তবে আমার চাচা সোলেমান এর কাছে তোজাম্মেল ও মাবুদ গাছগুলির কাটার স্বীকার করেছে। ইতিপূর্বেও এলাকার প্রভাবশালী হাইব্রিড নেতাদের যোগসাজশে এই ডিপটিওয়েলটির গাছ চুরি হয়েছিল। সরেজমিনে ৩৫টি গাছ কেটে ফেলার সত্যতা নিশ্চিত করে মরিচা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নঈমুল ইসলাম বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠাচ্ছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা ও বিএমডিএ এর বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার জানান, সরকারি গাছ কেটে বিক্রি করা অপরাধ। আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যাথযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply