ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫১জন সুফলভোগীর মধ্যে ২৭কেজি করে ভেড়ার দানাদার খাদ্য বিতরণ করা হয়।
১১ই মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বদলগাছী প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বদলগাছী উপজেলা পরিষদ প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫১জন সুফলভোগীর মধ্যে ২৭কেজি করে ভেড়ার দানাদার খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ ৪৮এর সাংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদারের প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বালুভড়া ইউপি চেয়ারম্যান এমরান হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সহ বদলগাছী প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply